তীর-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে ষষ্ঠবারের মতো বর্ষসেরার পুরস্কার জিতলেন বাংলাদেশের পোষ্টারবয়।

বর্ষসেরা পুরস্কারে ছক্কা মারলেন সাকিব। ছবিঃ সংগৃহীত
পুরস্কারের জন্য বিবেচ্য বছরে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে রান করেছেন ৭৭১, উইকেট পেয়েছেন ৪৭টি। এ বছর বাংলাদেশের জয়ে সবচেয়ে বেশি ছয়বার ম্যাচসেরা ও তিনবার সিরিজসেরা হয়েছেন তিনি।
বর্ষসেরা পুরস্কার পাওয়ার পর সাকিব বলেন, ‘সবাইকে ধন্যবাদ। প্রতিবার পুরস্কার পেলে অনেক ভালো লাগে। যখন দিচ্ছিল, জানতে চাচ্ছিলাম ২০১৯ সালের পুরস্কারটা দেবে কি না। সে বছরটা ভালো ছিল, হয়তো পেতাম। পেলে সাতবার পুরস্কার পেতাম। সবাই দোয়া করবেন, আরও বড় বড় জায়গায় যেন পারফরম্যান্স দেখাতে পারি। যাতে বাংলাদেশের মানুষ খুশি হয়।’
আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি, শুরুতে থাকছে না ডিআরএস
বর্ষসেরা ক্রীড়া পুরস্কারে মেহেদী হাসান মিরাজ হয়েছেন রানার্সআপ এবং লিটন দাস। বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন, আর্চার দিয়া সিদ্দিকী।
