Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক স্টোকস

২০২২ সালের বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেই একাদশের অধিনায়ক হলেন ইংলিশ তারকা বেন স্টোকস।

বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক স্টোকস

বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক স্টোকস। ছবিঃ সংগৃহীত

গত বছরের মাঝামাঝি সময়ে ইংলিশ টেস্ট দলের অধিনায়কত্ব নেওয়ার পর পুরো দলটিকেই বদলে দিয়েছে স্টোকস। ব্যাট-বল হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্টোকস।

গেলো বছর ব্যাট হাতে ২৬ ইনিংসে দুই সেঞ্চুরিতে ৮৭০ রান করেন ইংলিশ অধিনায়ক। আর বল হাতে নিয়েছেন ২৬টি উইকেট। তার অধীনে ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে থ্রি লায়ন্সরা।

বর্ষসেরা একাদশে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়া থেকে। ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন ৩ ক্রিকেটার। এছাড়া, ভারত,  ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার থেকে এসেছেন একজন করে। আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে সুযোগ পায়নি বাংলাদেশের  কোনো ক্রিকেটার।

আরও পড়ুনঃ বুমরাকে দলে ফিরিয়ে ঝুঁকি নিতে চান না রোহিত

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ‍:
বেন স্টোকস (অধিনায়ক), উসমান খাজা, মার্নাস লাবুশেন,  বাবর আজম, জনি বেয়ারস্টো, ঋষভ পান্থ, ক্রেইগ ব্র্যাথওয়েট, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথাল লায়ন, জেমস এন্ডারসন।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট