Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশ টাইগ্রেসরা প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিল

করোনাভাইরাসের কারণে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে উঠল বাংলাদেশ।

শনিবার এক বিবৃতিতে বাছাইপর্বের ম্যাচ বাতিলের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকার করোনার একটি নতুন সংস্করণ ধরা পড়েছে এবং বাছাইপর্বের ম্যাচটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বিশ্বকাপের মূল রাউন্ডে খেলার সুযোগ পায় কারণ টুর্নামেন্টের মেয়াদী শর্তের কারণে প্রতিযোগিতাটি বাতিল হয়ে যায়।

আগামী বছরের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপের মূল ড্রয়ে খেলবে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল।

এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ খেলবে মূল রাউন্ডে

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট