Connect with us

ক্রিকেট

বিপিএলে পয়েন্ট টেবিলের তলানিতে মাশরাফি-তামিমরা

তারকায় ভরপুর মিনিস্টার ঢাকা। রয়েছেন তামিম-মাশরাফি-মাহমুদউল্লাহ-আন্দ্রে রাসেলদের মতো ক্রিকেটার। কিন্তু এত ভালো ভালো তারকা থাকা সত্ত্বেও কেমন যেনো আলো ছড়াতে পারছেনা দলটি। চার ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি ম্যাচ।

মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে নেমে গেছে মাহমুদউল্লাহর দল। সিলেটের বোলিংয়ের কাছে মাত্র ১০০ রানেই অল আউট হয়ে যায় ঢাকা। ছোট রানের এই লক্ষ্যে খেলতে নেমে ১৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় সিলেট।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকার দেওয়া ১০১ রানের টার্গেটে খেলতে নেমে বেগ পেতে হয়নি সিলেট সানরাইজার্সকে।

মাশরাফির বলে দলীয় ২১ রানে ওপেনার লেন্ডল সিমন্স (১৬) ফেরেন সাজ ঘরে। মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে বেশ অনেকখানি পথ পাড়ি দেন এনামুল হক বিজয়। দলীয় ৫৯ রানে মিঠুন (১৭) আউট হলেও এনামুল আউট হয়েছেন জয়ের একদম কাছাকাছি গিয়ে। ৪৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেছেন তিনি। ইনগ্রাম ১৯ বলে অপরাজিত ২১ রানের ইনিংস খেলে জয় এনে দেন তার দলকে। ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় সিলেট।

ঢাকার হয়ে মাশরাফি বিন মুর্তজা দীর্ঘ দিন পর ফিরেও ৪ ওভারে ২১ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। অন্য একটি উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

সিলেটের বোলিং তোপে পড়ে ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ঢাকা সংগ্রহ করেছে ১০০ রান। ২৬ বলে ৩ চারে ৩৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ।

সিলেটের বোলারদের মধ্যে নাজমুল ইসলাম ১৮ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন। তাসকিন তিনটি ও সোহাগ গাজী দুটি উইকেট নিয়েছেন।

Advertisement

More in ক্রিকেট