Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবিঃ প্রথম আলো

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। কন্ডিশনের কারণে অনুমিতভাবে একাদশে রাখা হয়েছে পেসারদের আধিক্য।

সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে গ্রুপ-২ এর সুপার টুয়েলভের ম্যাচ হওয়া নিয়ে কিছুটা শঙ্কা ছিল আবহাওয়ার কারণে। তবে এখন পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও হোবার্টে বৃষ্টি নেই। এমন কন্ডিশনে টস ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তা জিততে না পারায় শুরুতে ব্যাট করার চ্যালেঞ্জ নিতে হচ্ছে সাকিবদের।

একাদশে আছেন তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কেবল সাকিব আল হাসান। তবে অফ স্পিনে ভূমিকা রাখতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আরও পড়ুনঃ বিরাটের ব্যাটে রোমাঞ্চ ছড়ানো মাচে জিতলো ভারত

টসের সময় অধিনায়ক সাকিব জানান নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নেওয়া প্রস্তুতিটা এই কন্ডিশনে তাদের বেশ কাজে লাগবে। মেঘলা আকাশের নিচে গতিময় উইকেটে তাদের পেসাররাও ভালো করবেন বলে মত সাকিবের।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওয়াডাউড, বিক্রমজিত সিং, বাস ডি লিড, কলিন আকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস, টিম প্রিঙ্গল, লুগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মেক্রিন।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট