Connect with us

ক্রিকেট

দীর্ঘ এগারো বছর ফের ঢাকায় জেমি সিডন্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করতে দীর্ঘ এগারো বছর পর আবারো বাংলাদেশের মাটিতে পা রেখেছেন সাকিব-তামিমদের সাবেক কোচ জেমি সিডন্স। দুই বছরের মেয়াদে এই দায়িত্ব পালন করতে আজ বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন এই অস্ট্রেলিয়ান। এর আগে তিনি বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। পেশাগত দায়িত্বে এ নিয়ে দ্বিতীয় বার ঢাকার মাটিতে পা রাখেন সাবেক এই কোচ।

বাংলাদেশ জাতীয় দলে জেমি সিডন্সের ভূমিকা সম্পর্কে  সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘জেমি সিডন্সকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন অ্যাশওয়েল প্রিন্স কিন্তু আমাদের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। আমাদের এখন দুজন ব্যাটিং কোচ আছেন, বিশেষজ্ঞ ব্যাটিং কোচ। প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।’

২০০৭ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে ছিলেন সিমন্স। তার সময়কালে বড় দলগুলোর সাথে বেশ কয়েকটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে উন্নতিও হয়েছিলো ব্যাটসম্যানদের। তার দায়িত্ব কালীন সময়ে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে ২টি, ওয়ানডেতে ৮৪ ম্যাচের ৩১টি জিতেছে। তবে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের কোনোটিতে জিততে পারেনি বাংলাদেশ।

Advertisement

More in ক্রিকেট