Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

‘দক্ষিণ আফ্রিকা ছাড়ার সিদ্ধান্ত কঠিন ছিল’

উপমহাদেশের কন্ডিশন সবসময়ই কঠিন বাইরের ক্রিকেটারদের জন্য। দক্ষিণ আফ্রিকার ওবুস পিয়েনার ও আন্দ্রিস গোউসের জন্য ব্যতিক্রম নয়। এই দুই ক্রিকেটার আসন্ন আবুধাবি টি-টেন এখন অনুশীলন করছেন ভারতের মুম্বাইয়ে।

‘দক্ষিণ আফ্রিকা ছাড়ার সিদ্ধান্ত কঠিন ছিল’

‘দক্ষিণ আফ্রিকা ছাড়ার সিদ্ধান্ত কঠিন ছিল’। ছবিঃ সংগৃহীত

তারা দুজনেই খেলবেন এসএএনপি আর্মির হয়ে। দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো দুই ক্রিকেটারকে স্কোয়াডে নিয়েছে দলটি। ভারতে অনুশীলনের সময়ই নিজেদের অভিজ্ঞতা শুনিয়েছেন তারা।

পিয়েনার বলছিলেন, ‘আমরা যেমন উইকেটে অভ্যস্ত, এটা তার চেয়ে আলাদা। তো এটা আমাদের সামনে আলাদা কিছু তুলে ধরছে, যেটা আমাদের জন্য ভালো। আমরা এটা খুব উপভোগ করছি। এখানকার খাবারও আলাদা। একসঙ্গে ৫-৬টা ম্যাচ হতে দেখা কিছুটা বিস্ময়ের। তবে এটা সত্যিই দারুণ।’

দুজনেই দক্ষিণ আফ্রিকা ছেড়ে যুক্তরাষ্ট্রে নিজেদের ঠিকানা গড়েছেন। কেন এমন সিদ্ধান্ত নিলেন পিয়েনার ও গোউস? তারা বলছেন, সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। তবে এখন তারা খুশি।

এ নিয়ে গোউস বলছিলেন, ‘আমরা মেজর লিগ ক্রিকেট থেকে সুযোগ পাই আর দুজনেই ভেবেছি এটা ক্যারিয়ার এগিয়ে নিতে সাহায্য করবে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার চেয়ে। এখন অন্য জায়গাও খেলার সুযোগ হচ্ছে। সিদ্ধান্তটা কঠিন ছিল, তবে এখন বুঝতে পারছি দারুণ কাজ করেছি।’

আবুধাবি টি-টেন লিগে খেলতে নিজের রোমাঞ্চ জানিয়ে গোউস বলেছেন, ‘আমার মনে হয় আপনি যত বেশি মেলে ধরতে পারবো, ভালো ক্রিকেটারদের সঙ্গে খেলবো- এটা সবকিছুতেই উন্নতিতে সাহায্য করবে। আপনি যদি আলাদা কন্ডিশনে খেলেন, অবশ্যই আরও ভালো খেলোয়াড় হবেন।’

‘আমরা কোনো টি-টেন ম্যাচ খেলিনি। আমি কয়েকটা টি-টোয়েন্টি খেলেছি। আমার মনে হয় রোমাঞ্চকর একটা ফরম্যাট হবে এটা আর আমরা দুজনেই অভিজ্ঞতা নেওয়ার অপেক্ষায় আছি।’

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ