Connect with us

ক্রিকেট

আইপিএল: উৎসবের আমেজ ন্যাশনাল অ্যাকাডেমিতে

টেস্ট শেষে নিজেদের আসন্ন টুর্নামেন্টের জন্যে প্রস্তুতিতে ব্যস্ত ক্রিকেটেররা, উৎসবের আমেজ ন্যাশনাল একাডেমিতে

নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট সিরিজের পর, ক্রিকেটারদের ফোকাস এখন আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি প্রতিযোগিতার দিকে, কারণ ইতোমধ্যেই মিরপুরের হোম অব ক্রিকেটে তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির জন্য প্রশিক্ষণ শুরু করতে দেখা গেছে।

ন্যাশনাল অ্যাকাডেমিতে একটি উৎসবের আমেজ বিদ্যমান, যেখানে ২১ জানুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আগে তাদের প্রশিক্ষণ সেশনের সময় ছয়টি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়রা জড়ো হয়।

তবে কোভিড-১৯, ওমিক্রন ভ্যারিয়েন্ট ছুঁড়ে দেয় প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত সকলের জন্যে উন্মুক্ত থাকে কিনা, সেটা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। খেলোয়াড়দের নিরাপত্তাই যখন সর্বোচ্চ অগ্রাধিকার, তখন হয়তো সাধারণ দর্শকদের জন্যে বন্ধ হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি। করোনার প্রকোপে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার জন্যে আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়েও রয়েছে সংকোচ। এবার থাকছেনা ডিসিশন রিভিউ সিস্টেম (ডি আর এস), বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এ সম্পর্কে।

এদিকে শনিবার ঢাকায় আসা টেস্ট দলের সদস্যরা আগামী কয়েক দিনের মধ্যেই নিজ নিজ দলে যোগ দিতে পারেন বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যেই খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন অন্যদের চেয়ে আগে আসা মুশফিকুর রহিম। অন্যদিকে তারকা সমৃদ্ধ ঢাকা, যারা টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা-তে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, উদ্বোধনী দিনে মুশফিকের খুলনা টাইগার্সের মুখোমুখি হবেন তারা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসানের ফরচুন বরিশাল মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। বরিশালের কোচ টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছেন, সাকিবকে দলে রাখলে সবকিছু সহজ হয়ে যায়।

দৌড়ে কম যায়না কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। মুস্তাফিজুর রহমান কে দলে নেওয়ার পাশাপাশি ফাফ ডু প্লেসিস, মঈন আলী এবং সুনীল নারিনের মত অভিজ্ঞ খেলোয়াড়দের দলে নিয়ে শক্তিশালী একটা দলে পরিণত হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২২শে জানুয়ারি কুমিল্লা মুখোমুখি হবে তাসকিন আহমেদের দল সিলেট সানরাইজার্স।

Advertisement

More in ক্রিকেট