Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

খুলনার বিপক্ষে টেনেটুনে ঢাকার সংগ্রহ ১০৮

বাঁচা মরার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টেনেটুনে ১০৮ রান করতে পেরেছে ঢাকা ডমিনেটরস। দলটির ব্যাটিং বিপর্যয়ের দিনে সৌম্য সরকারের ফিফিটি ছাড়া টপ অর্ডার ব্যাটারদের মধ্যে আর কেউই দুই অঙ্কের ঘরেও যেতে পারেননি।

খুলনার বিপক্ষে টেনেটুনে ঢাকার সংগ্রহ ১০৮

খুলনার বিপক্ষে টেনেটুনে ঢাকার সংগ্রহ ১০৮। ছবিঃ সংগৃহীত

মিরপুরে আজ (২৪ জানুয়ারি) টস জিতে আগে বলকে ঢাকার ব্যাটারদের রীতিমত অসহায় বানিয়ে ফেলেছে খালনার বোলাররা। ফলে ঢাকার ব্যাটারদের রানসংখ্যা ছিল অনেকটা মোবাইল ফোনের ডিজিটের মতোই।

মিজানুর রহমান (১) উসমান ঘানি (০) মোহাম্মদ মিঠুন (০) এ্যালেক্স ব্লেক(৩) নাসির হোসেন (৫) আরিফুল হক (৩) আমির হামজা (১) আল আমিন (১০)। তাসকিন আহমেদ করেন ১২ রান। সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে ইনিংস সর্বোচ্চ ৫৭ রান।

আরও পড়ুনঃ হাইভোল্টেজ ম্যাচে সাকিবকে হারিয়ে শেষ হাসি মাশরাফির

স্পিনার নাহিদুল ইসলামের কাছেই ঢাকার ব্যাটাররা বেশি অসহায় ছিল। নাহিদ তার ৪ ওভারে ২ মেডেনসহ রান দিয়েছেন মাত্র ৬, আর উইকেট তুলেছেন ৪টি।

নাহিদুল ছাড়াও খুলনার হয়ে নাসুম আহমেদ নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ওয়াহাব রিয়াজ নিয়েছেন ১ উইকেট।

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ