বিপিএলের চলতি আসরে তিন ম্যাচ খেলে তিনটিতেই হারের মুখ দেখেছে খুলনা টাইগার্স। নিজেদের প্রথম জয়ের খোঁজে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছিলো খুলনা।

খুলনাকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে রংপুর। ছবিঃ সংগৃহীত
আগে ব্যাটিংয়ে নেমে খুলনার বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি রংপুর। নির্ধারিত ২০ ওভারে রাইডার্স ব্যাটাররা অলআউট হয়েছে ১২৯ রানেই।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় রংপুর, কোনো রান না করেই ফিরে যান ওপেনার রনি তালুকদার। এরপর পারভেজ হোসেন ইমন থিতু হয়েও পারেননি ইনিংস বড় করতে। ফিরে যান ২৫ রান করে।
এরপর দলের শেখ মেহেদী ছাড়া ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি রংপুরের কোনো ব্যাটার। এরপর নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে ১২৯ রান।
আরও পড়ুনঃ দুর্ঘটনার ১৭ দিন পর কথা বললেন পান্ত
বরাবরের মতো ব্যাট হাতে এদিনও রান পাননি নাইম শেখ। করেছেন মাত্র ১৩ রান। দলের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান এদিন না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করছেন শোয়েব মালিক। তবে দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই হয়েছেন ব্যর্থ, ফিরে গেছেন ৯ রান করে।
আজমউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাওয়াজ শামীম পাটোয়ারি রান পাননি কোনো ব্যাটার। ফিরেছেন সিঙ্গেল ডিজিটেই। শেষ দিকে রাকিবুল হাসানের ১২ রানে ১২০
