Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম

২০২২ সালে মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাবর আজম। কিন্তু এর মাঝেও রানের ফুলঝুড়ি দেখা গেছে তার ব্যাটে। ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এর মধ্যে সেঞ্চুরি করেছেন তিনটি আর হাফ সেঞ্চুরি ছিল পাঁচটি।

ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম

ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম। ছবিঃ সংগৃহীত

এমন অসাধারণ পার্ফরম্যান্সের পুরস্কার পেলেন পাকিস্তান অধিনায়ক। আইসিসি ২০২২ সালের সেরা ওডিআই ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ওডিআই ক্রিকেটার হলেন বাবর আজম।

বাবরের সাঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন সিকান্দার রাজা, শাই হোপ এবং অ্যাডাম জাম্পা। এরমধ্যে রাজা ২০২২ সালে খেলেছেন ১৫টি ওয়ানডে ম্যাচ। এই ম্যাচগুলোতে আটটি উইকেটের পাশাপাশি ৬৪৫ রানও করেছেন তিনি। ব্যাটিং গড় ৪৯.৬১, স্ট্রাইক রেট ৮৭.১৬। দুটি হাফ সেঞ্চুরির পাশাপাশি তিনটি সেঞ্চুরিও করেছেন তিনি।

সেরার মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের মধ্যে গত বছর সবেচেয়ে বেশি রান করেছেন হোপ। ২১ ম্যাচে তিনি করেছেন ৭০৯ রান। ব্যাটিং গড় ছিল ৩৫.৪৫। সেঞ্চুরি ছিল তিনটি আর হাফ সেঞ্চুরি দুটি।

আরও পড়ুনঃ আমি টাকার জন্য ক্রিকেট খেলি না, ভালোবাসি তাই খেলি: মাশরাফি

বর্ষসেরার দৌড়ে একমাত্র বোলার হিসেবে ছিলেন জাম্পা। গেল বছর এই অজি ম্যাচ খেলেছেন ১২টি। যেখান থেকে ৩০টি উইকেট তুলে নেন এই স্পিনার।

এদিকে অধিনায়ক হিসেবেও ২০২২ সাল দারুণ গেছে বাবরের। এই বছর তিনটি সিরিজ খেলে তিনটিই জিতেছেন পাক অধিনায়ক।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট