
বাংলাদেশ ক্রিকেটের ব্যাহাল দশা। এ দশা কাটিয়ে উঠতে নানা মাধ্যম ও পথ খুজতে শুরু করেছে বিসিবি। ট২০ বিশ্বকাপের পর এই অবস্থার উন্নতি দেখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা, ক্রিকেট ভক্তরা।
নানা সমালোচনার মাঝে ক্রিকেট কে বাচাতে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারেন বিসিবি। সেরকম প্রশ্নে মাশরাফি বলেন “আমি কাজ করলে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে করব। প্রতিনিয়ত আমার কাজে ডিষ্টার্ব হবে, ওই ধরনের কাজে আমি যাব না। আমাকে যদি কেউ চায়, তাহলে সেভাবে তারা আগে চিন্তা করুক”

-Mashrafe
বিশ্বকাপের ব্যার্থতা ভুলে নতুন ভাবে ক্রিকেট কে সাজাতে প্রয়জন ক্রিকেট বিশেষজ্ঞদের এবং অভিজ্ঞদের থেকে নানা উপদেশ নিয়ে ক্রিকেট এর উন্নতি করতে হবে।
এরকম কথার পর বিসিবি থেকে কোন প্রশ্ন বা উত্তর পাওয়া যায় নি। ক্রিকেটের কোন বিভাগ নিয়ে কাজ করবেন সে বিষয়ে ও কিছু বলেননি দেশ সেরা কাপ্তান মাশরাফি ।
