Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

এক টেস্টে তিন ‘অধিনায়ক’, বিতর্কে পাকিস্তান

করাচিতে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করছিল পাকিস্তান। জ্বর হওয়ায় তৃতীয় দিন সকালে ফিল্ডিং করতে নামতে পাারেননি অধিনায়ক বাবর আজম। ফলে তার জায়গায় বদলি হিসেবে নামেন মোহাম্মদ রিজওয়ান। অথচ রিজওয়ান এই টেস্টের একাদশে নেই।

এক টেস্টে তিন ‘অধিনায়ক’, বিতর্কে পাকিস্তান

এক টেস্টে তিন ‘অধিনায়ক’, বিতর্কে পাকিস্তান। ছবিঃ সংগৃহীত

রিজয়ানের বদলেই দলে নেয়া হয়েছিল উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে। এদিকে রিজওয়ান মাঠে নেমেই শুরু করেন ‘অধিনায়কত্ব’। কারণ টিম ম্যানেজম্যান্ট তাকে বলেছিল মাঠে নেমে অধিনায়কের দায়িত্ব পালন করতে। সেই অনুযায়ী বেশ খানিকটা সময়, তিনি মাঠে ফিল্ডিংও সাজিয়েছেন।

কিন্তু সমস্যা হয়, যখন ক্রিকেট পাকিস্তান আইসিসির নিয়ম সম্পর্কে জানতে পারে। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী বদলি ফিল্ডার অধিনায়কত্ব করতে পারবেন না।

আরও পড়ুনঃ হাথুরুসিংহেই হবেন টাইগারদের নতুন কোচ? দৌড়ে আছেন আরও দুজন

সেটা জানার পর রিজওয়ানকে বাদ দিয়ে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় শারফরাজকে। এরপর তিনিই রিভিউ নিয়েছেন। কিন্তু সেখানেও দেখা যায় ভিন্ন চিত্র।

কারণ শারফরাজ রিভিউ নেওয়ার সময় রিজওয়ানও পাশে দাঁড়িয়ে ‘বুদ্ধি’ দিচ্ছিলেন। এমন দৃশ্য দেখার পর আবারও বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, আসলে অধিনায়ক কে?

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট