Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ঋদ্ধিমানকে সাংবাদিকের ‘হুমকি’ নিয়ে ভারতে তোলপাড়

ভারতীয় ক্রিকেট অঙ্গনে এখন সবথেকে আলোচিত ব্যক্তি হলেন ঋদ্ধিমান সাহা। ভারতের টেস্ট দল থেকে বাদ পড়া কিংবা বাদ পড়ার পর তার করা বিস্ফোরক মন্তব্যে যেমনটা সমালোচনার ঝড় উঠেছিলো ক্রিকেট প্রাঙ্গণে তার থেকেও বেশি আলোচনায় এখন তাকে এক সাংবাদিকের দেওয়া হুমকি নিয়ে।

ঋদ্ধি যখন দল থেকে বাদ পড়েন তখন তার হোয়াটসঅ্যাপে এক সাংবাদিক তার সাথে দেখা এবং সাক্ষাতকার নিতে চেয়েছিলেন। সেখানে লেখা হয়েছিলো, ‘বোর্ড একজন উইকেটরক্ষক বেছে নিয়েছে যে সেরা। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যারা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সব থেকে বেশি সাহায্য করতে পারবে।’

দল থেকে বাদ পড়া ঋদ্ধি তখন বিস্ফোরক মন্তব্য করে টালমাটাল অবস্থায়, স্থির ছিলেন না তখনও। যার কারনে মানসিক অবস্থা ভালো না থাকার কারনে প্রতিত্তোরে কিছুই দেন নি। পরবর্তীতে ওই সাংবাদিক তাকে ফোন করেন। কিন্তু ঋদ্ধি তা রিসিভ করতে না পারায় ক্ষেপে গিয়ে ওই সাংবাদিক লিখেন, ‘আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি অপমান একদমই নিতে পারি না এবং এটা আমি মনে রাখব।’

সেই স্ক্রিনশট ঋদ্ধি আবার পোস্ট করেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তাতে নড়েচড়ে বসেছেন বোর্ড কর্মকর্তারাও। বাদ পড়ায় মন্তব্য করায় বোর্ডের সাথে ঋদ্ধিমানের মনমালিন্য থাকলেও বিভিন্ন গণমাধ্যমে বোর্ডের হর্তাকর্তারা তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তবে হুমকি দেওয়া সেই সাংবাদিকের পরিচয় গোপন রাখতে চান ঋদ্ধিমান সাহা। তার মতে, ‘বোর্ড যদি পরিচয় জানতে চায় আমি বলব- কারও ক্ষতি করার উদ্দেশ্য আমার নেই। এজন্য টুইটে ঐ সাংবাদিকের নামও প্রকাশ করিনি। আমার বাবা-মা এই শিক্ষা দেয়নি। মিডিয়ার একজন খেলোয়াড়দের অসম্মান করছে, এটা প্রকাশ্যে আনাই আমার উদ্দেশ্য ছিল।’

ঋদ্ধিমানের সাথে এমন অপ্রত্যাশিত ঘটনায় এগিয়ে এসেছেন অন্যান্য ক্রিকেটাররাও। তারাও নিন্দা জানাচ্ছেন এমন নিন্দিত ঘটনার।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট