Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

আসরে তামিমের প্রথম ফিফটি, খুলনারও প্রথম জয়

টানা তিন হারের পর অবশেষে অবশেষে আসরে প্রথম জয়ের মুখ দেখলো খুলনা টাইগার্স। সেই সঙ্গে দলের সবচেয়ে বড় তারকা তামিম ইকবালও পেলেন এবারের বিপিএলে নিজের প্রথম হাফসেঞ্চুরি।

আসরে তামিমের প্রথম ফিফটি, খুলনারও প্রথম জয়

আসরে তামিমের প্রথম ফিফটি, খুলনারও প্রথম জয়। ছবিঃ সংগৃহীত

তামিমের অপরাজিত ৪৭ বলে ৬০ রানের ইনিংসে ভর করে রংপুর রাইডার্সকে ৯ উইকেট আর ১০ বল হাতে রেখে হারিয়েছে ইয়াসির আলি রাব্বির দল।

অভিজ্ঞ তামিমের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তরুণ মাহমুদুল হাসান জয়। একটু ধীরগতিতে খেললেও উইকেট বাঁচিয়ে দলকে রেখেছেন জয়ের পথে। ৪২ বলে ৩৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুর রাইডার্সের। শেখ মেহেদী ছাড়া ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি রংপুরের কোনো ব্যাটার। সর্বোচ্চ ২৫ রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে।

আরও পড়ুনঃ ঝড়ো ব্যাটিংয়ে উথাপ্পাকে ভিন্স-এরাসমাসের পাল্টা জবাব

বরাবরের মতো ব্যাট হাতে এদিনও রান পাননি নাইম শেখ। করেছেন মাত্র ১৩ রান। নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান এদিন না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করছেন শোয়েব মালিক। তবে দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই হয়েছেন ব্যর্থ, ফিরে গেছেন ৯ রান করে।

এরপর শেষ দিকে রাকিবুল হাসানের ১২ রানে ১২০ রানের ইনিংস পার হয় রংপুরের। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ। এছাড়া ৩ উইকেট নিয়েছেন আমাদ বাট। চার ম্যাচে এটি রংপুরের দ্বিতীয় হার।

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ