Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

‘আমি বুঝি, কিন্তু আমার পরিবার কষ্ট পায়’- সমালোচনাকরীদের উদ্দেশ্যে শান্ত

বিপিএল সুপার ক্লাসিকোতে ফরচুন বরিশালের বিপক্ষে ৬৬ বলে খেলেছেন হার না মানা ৮৯ রানের ইনিংস। হয়েছেন ম্যাচ সেরা। এরপর মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন নাজমুল হোসেন শান্ত।

আমি বুঝি, কিন্তু আমার পরিবার কষ্ট পায়- সমালোচনাকরীদের উদ্দেশ্যে শান্ত

আমি বুঝি, কিন্তু আমার পরিবার কষ্ট পায়- সমালোচনাকরীদের উদ্দেশ্যে শান্ত। ছবিঃ সংগৃহীত

শান্ত জানিয়ে দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে যে সমালোচনা হয়, তা যেহেতু নিয়ন্ত্রণের ক্ষমতা হাতে নেই তাই ভাবতেও চান না।

যদিও সমালোচনা যতটা সম্ভব পাশ কাটিয়ে চলার চেষ্টায় থাকেন শান্ত। তবে তার একটা কষ্ট আছে। নিজে হয়তো সব হজম করে নেন, কিন্তু তার পরিবার? তারা তো পারে না।

শান্ত বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমার জন্য যতটা না কঠিন, তার থেকে বেশি কঠিন আমার পরিবারের জন্য। সত্য বলতে, আমি যেভাবে বুঝি আমার পরিবারের সদস্যরা কিন্তু সেভাবে বোঝে না। তারা হার্ট হয়, তারাও কষ্ট পায়, তাদের খারাপ লাগে। তারাও বাইরে যায়। এই জিনিসটার জন্য আমি মাঝে মাঝে আপসেট হয়েছি। আমার কষ্ট লেগেছে। আমি যেটা বললাম, এটা আমি নিয়ন্ত্রণ করতে পারব না।’

আরও পড়ুনঃ স্ত্রীর করা মামলার রায়ের পর দল থেকে বাদ শামি

স্টাইকার্স ওপেনার আর বলেন, ‘দলের পরিকল্পনা কী, আমার পরিকল্পনাই বা কেমন, আমার রোলটা কী, এসব অনেকেই জানেন না। কিংবা আমি কতটা হার্ডওয়ার্ক করি, অনেকে জানে না। অনেকের জানার প্রয়োজনও নেই। এগুলো নিয়ে যত বেশি কথা আমি বলবো, তত বেশি বলা হবে। এটা আসলে যার যার চিন্তা থেকে বলে।’

অভিমান ভরা কন্ঠে শান্ত বলেন, ‘তারা যদি বুঝে কথা বলে, জেনে কথা বলে তাহলে ভালো। আমি এটা বলছি না যে, আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না। আমি খারাপ খেললে অবশ্যই সমালোচনা হবে। আমি মনে করি আরেকটু ডিসেন্ট হতে পারতো। যেটা আমার পরিবারের জন্য ভালো হতো। এতটুকুই…।’

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ