Connect with us

ক্রিকেট

‘আমি কোচ হলে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক ডাক্তার দেখাতাম’

বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

আমি কোচ হলে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক ডাক্তার দেখাতাম

‘আমি কোচ হলে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক ডাক্তার দেখাতাম’। ছবিঃ সংগৃহীত

চলমান বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষ। সেমিফাইনালের স্বপ্ন চোঁয়ার সেই লড়াইয়ে হেরে, দেশেও ফিরে এসেছে টাইগার বাহিনী। তবে তাদের ব্যর্থতার গুঞ্জন কিন্তু- এখনো থামেনি।

১০ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলে ফেলা একটা দল- কীভাবে ১২৮ রানে আটকে যায়, সেই হিসেব যেন মেলাতে পারছেন না, ওয়াসিম আকরাম।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে ‘সুলতান অব সুইং‘এর ভাষ্য, ‘খেলা শেষে তো খুশিই হয়েছি। কারণ অনেক ভুল করার পরও, আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করেছি। তবে এই ম্যাচে পর বাংলাদেশের উচিত- আত্মসমালোচনা করা। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক কিংবা কোচ হতাম, তাহলে অবশ্যই এই খেলোয়াড়দের মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যেতাম।’

আরও পড়ুনঃ টি টেনে নবাগত নিউ ইয়র্ক স্ট্রাইকার্সে ভারতের অলরাউন্ডার

সবার আগে শান্তর চিকিৎসা করাতে চান ওয়াসিম। তিনি বলেন, ৫৪ রান করে ফেলা শান্ত, ভালো ব্যাটিং করছিলো। কিন্তু ইফতেখারের বলে অদ্ভুত একটা শট খেলে- শান্ত আউট হয়ে গেল! অথচ সে যদি শুধু সিঙ্গেলও নিতো, তাহলেই ওদের স্কোর ১৫৫ হয়ে যেত। কিন্তু তারা কেউ টিকতেই পারল না! আর সেটাই ডুবিয়েছে বাংলাদেশকে।’

বাংলাদেশের ব্যাটারদের গেম প্ল্যানেরও কঠোর সমালোচনা করেন, এই পাক কিংবদন্তী। আকরামের মতে, বাস্তবসম্মত ব্যাটিং করেনি বাংলাদেশ। প্রতিপক্ষের সেরা বোলারদের বলে বড় শট না খেলে- সিঙ্গেলস বা ডাবলস খেললে, স্কোরটা আরও ভালো করতে পারত তারা। কিন্তু বাংলাদেশ যেন আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল, শাহিনের মতো বোলারদের বলে বড় শট খেলবে। এই ভুলেরই মাশুল দিয়েছে তারা।

তবে শান্তর ব্যাটিং দেখে ওয়াসিম আকরাম বিরক্ত হলেও, তার ঠিক বিপরীত বাংলাদেশের টিম ডিরেক্টর, খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপে শান্তর ব্যাট বেশ মুগ্ধ করেছে তাকে।

এডিলেড থেকে ঢাকার ফ্লাইট ধরার আগে তিনি বলেছিলেন- ‘আমার কাছে অবাক লাগে যে, শান্তকে নিয়ে কেন এতো কথা হয়েছিল। আমি মনে করি, একটা ছেলের প্রতি এটা অবিচার। সে দলে সুযোগ পেয়েছে এটা তো তার দোষ না, দোষ যদি হয় তাহলে সেটা টিম ম্যানেজমেন্টের। তাকে নিয়ে এতো কথা বলার পরও সে যে পারফর্ম করেছে এটা অসাধারণ। আমি মনে করি, ভবিষ্যতে বাংলাদেশ অন্যতম সেরা একজন ক্রিকেটার হবে শান্ত।’

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

More in ক্রিকেট