Connect with us

ক্রিকেট

আজমের বিধ্বংসী সেঞ্চুরিতে বড় সংগ্রহ খুলনার

বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ‘ওয়ান ম্যান শো’ দেখলো দর্শকরা। আর সেই ওয়ান ম্যান আজম খান। তার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইগার্সকে।

আজমের বিধ্বংসী সেঞ্চুরিতে বড় সংগ্রহ খুলনার

আজমের বিধ্বংসী সেঞ্চুরিতে বড় সংগ্রহ খুলনার। ছবিঃ সংগৃহীত

সোমবার মিরপুর শেরে বাংলায় টস হেরে ব্যাটিংয়ে নাম খুলনা টাইগার্স। তবে শুরুতেই ওপেনার শারজিল খান (৫) এবং হাবিবুর রহমানকে (৬) হারিয়ে বিপদে পড়ে তারা।

পরে দলকে টেনে তুলতে পাকিস্তানের বিশালদেহী আজম খান পাল্টা আক্রমণ শুরু করেন। তাকে সঙ্গ দিয়ে যান তামিম। ৩৩ বলে ফিফটি তুলে নেন আজম খান।

আরও পড়ুনঃ বাংলাদেশ নয়, ইংল্যান্ডের জার্সি গায়ে জড়াতে চান রবিন

এপরই ৩৭ বলে ৫ চার ১ ছক্কায় ৪০ রান করা তামিম বোল্ড হয়ে যান। ভাঙে ৬২ বলে ৯২ রানের দারুন এক জুটি। তবে সঙ্গি ফিরে গেলেও ৫৮ বলে ৯ চার ও ৭ ছয়ে ১০৯ রানের ইনিংস খেলে আজম আরও একবার বোঝালেন টি-টোয়েন্টি ক্রিকেটে কেন তার কদর বাড়ছে। টি-টোয়েন্টিতে এটাই তার ব্যক্তিগত সর্বোচ্চ।

এরপর নির্ধারিত ২০ ওভারে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭৮ রান। চট্টোগ্রামের আবু জায়েদ ২৯ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন।

Advertisement

More in ক্রিকেট