Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

আগে ব্যাট করতে নেমে চাপে আছে সাকিবের বরিশাল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। তবে আগে ব্যাট করতে নেমে চাপে আছে সাকিবের বরিশাল।

টস জিতে সাকিবকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মালিক

টস জিতে সাকিবকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মালিক। ছবিঃ সংগৃহীত

শুরুটা ভালো হলেও বর্তামানে চাপে আছে ফরচুন বরশাল। দলীয় ৩০ রানে এনামুল হক আউট হলে প্রথম ধাক্কা খায় সাকিব আল হাসানের দল। এরপর মেহেদি মিরাজ (২২), ইব্রাহিম জারদার (০) এবং মাহমুদুল্লাহও (০) ফেরেন দ্রুত।

এই রিপোর্ট লেখা অবধি ৭ ওভার ৩ বল শেষে বরিশালের স্কোর ৪ উইকেট হারিয়ে ৫৬ রান। ক্রিজে আছেন অধিনায়ক সাকিব (১৬) এবং ইফতেখার আহমেদ (৩)।

মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের কাছে ৬ উইকেটে হেরে বিপিএল শুরু করেছিলো বরিশাল। শুরুতে ধাক্কা খেলেও হাল ছাড়েনি বরিশাল। পরের তিন ম্যাচই জিতে নেয় তারা।  পরের ৩ ম্যাচের তিনটিতেই জিতে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে তারাএ।

অন্যদিকে চার ম্যাচে দুই জয় নিয়ে তালিকার চারে আছে রংপুর। ইনজুরির কারণে মাঠের বাইরে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে গত ম্যাচের মতোই এই ম্যাচেও রংপুরকে নেতৃত্ব দিয়েছেন শোয়েব মালিক।

বিপিএলের ঢাকা পর্বেও মুখোমুখি হয়েছিল দুই দল। ঢাকায় সে ম্যাচে রংপুরকে ৬ উইকেটে হারিয়েছিল বরিশাল।

রংপুর একাদশ
নাইম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদি, শোয়েব মালিক (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, সায়েম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ, হারিস রউফ, রাকিবুল হাসান।

বরিশাল একাদশ
এনামুল হক বিজয়, ইব্রাহিম জাদরান, ফজলে রাব্বি, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, ইফতিখার আহমেদ, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন।

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ