Connect with us

ক্রিকেট

আগামীতে তিন বিভাগেই উন্নতি করতে চায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে সিরিজে  এগিয়ে থাকলেও আগামী ম্যাচগুলোতে তিন বিভাগেই উন্নতি করতে চায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগেই রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন টপ অর্ডারে ভালো করার সেই টোটকা।

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ উইকেটের বড় জয় পেলেও বাংলাদেশ দলের ওভারঅল পারফরম্যান্সে দেখা গেছে অসঙ্গতি। ক্যাচ মিস করা কিংবা বোলিংয়ে অতিরিক্ত খাতে রান দেওয়াটাকে ভালো চোখে দেখছেন না ডোমিঙ্গো। আর এজন্যই পরে দুই ম্যাচে তিন বিভাগেই দলের উন্নতি চান তিনি।

তিনি বলেন, ‘আমাদের আরও ভালো খেলতে হবে। গতকাল আমরা সম্ভবত ১৩টি ওয়াইড দিয়েছি। একটি ক্যাচ ফেলেছি। এরপর ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেললাম। গতকালের পারফরম্যান্স থেকে তিন বিভাগেই অনেক উন্নতি করতে হবে। দারুণ এক পার্টনারশিপে গতকাল জিতলেও আগামীকাল আরও ভালো করতে হবে।’

স্বল্প রানের ইনিংসে মাত্র ২১৬ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চট্টগ্রামের মাঠে টপ অর্ডারে ভালো করার নেপথ্যের পরামর্শ দিলেন তাই ডোমিঙ্গো।

‘চট্টগ্রামে সচরাচর ভালো উইকেটই হয়। কাল দেখেছি আমরা খুব বেশি স্পিন নেই, বল বেশি মুভমেন্ট করেনি। সোজা বল করতে হয়েছে, বল নিচু ছিল। এলবিডব্লিউ ও বোল্ড আদায় করার সুযোগ থাকে। ব্যাটিংয়েও সোজা ব্যাটে খেলতে হবে যত বেশি সম্ভব।’-বলেন তিনি।

প্রথম ওয়ানডেতে অবশ্য টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয় হলেও ব্যাটারদের উপর সেই আস্থা আছে ডোমিঙ্গোর। তার ভাষায়, ‘ভালো করতেই হবে তাতে সন্দেহ নেই। তামিম, মুশফিক, রিয়াদ, সাকিবকে নিয়ে কোয়ালিটি অর্ডার আছে আমাদের। লিটনও আছে। হাই কোয়ালিটি ব্যাটিং লাইনআপ আমাদের। ছেলেরা অনেকদিন টি-টোয়েন্টি খেলার পর একদিনের ক্রিকেটে ফিরেছে। গতকালের পারফরম্যান্সে তারা নিজেরাও হতাশ। কাল আরও অনেক ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছি।’

Advertisement

More in ক্রিকেট