Connect with us

আইপিএল

আইপিএলে সাকিবের মূল্য দেড় কোটি, লিটনের ৫০ লাখ

আইপিএলের ২০২৩ সালের জন্য মোস্তাফিজুর রহমানকে আগে থেকেই ধরে রেখেছে তার দল দিল্লি ক্যাপিটালস। তাছাড়া নিলামের ৪০৫ জনের চূড়ান্ত তালিকায় আছেন আরও চারজন বাংলাদেশি। তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

আইপিএলে সাকিবের মূল্য দেড় কোটি, লিটনের ৫০ লাখ

আইপিএলে সাকিবের মূল্য দেড় কোটি, লিটনের ৫০ লাখ। ছবিঃ সংগৃহীত

নিলামে সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপি। লিটন, তাসকিন ও আফিফের ক্ষেত্রে সেটি ৫০ লাখ রুপি।

নিলামের চূড়ান্ত তালিকায় থাকা চারজন ছাড়াও আগের তালিকায় ছিলেন শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ। তবে চূড়ান্ত তালিকায় তাদের নাম নেই। ৪০৫ জন ক্রিকেটারকে নিয়ে আইপিএলের পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর কোচিতে।

নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ২৭৩ জন স্থানীয়। বাকি ১৩২ জন বিদেশি ক্রিকেটার, যাদের মধ্যে চারজন সহযোগী দেশগুলোর। তালিকায় ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১১৯ জন।

১০টি দল নিলাম থেকে নিতে পারবে সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটারকে। তবে নিলামে দল পাবেন সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার। এবার নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যে তালিকায় আছেন ১৯ জন বিদেশি ক্রিকেটার। ১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে সাকিব ছাড়াও আছেন ১১ জন ক্রিকেটার।

Advertisement

More in আইপিএল